দায়িত্ব নেওয়ার আগেই ৮ ডিসির পদায়ন বাতিল
প্রজ্ঞাপন জারির পর দায়িত্ব গ্রহণের আগেই আট জেলা প্রশাসকের (ডিসি) পদায়ন বাতিল করেছে সরকার।
এছাড়া, চার ডিসির কর্মস্থল নতুন করে নির্ধারণ করা হয়েছে এবং ঢাকা ও রংপুরের বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপনে জানানো হয়, আট জেলা প্রশাসকের পদায়ন বাতিল করা হয়েছে।
তারা হলেন—লক্ষ্মীপুরে পদায়নকৃত সুফিয়া আক্তার রুমী, জয়পুরহাটের মো. সাইদুজ্জামান, কুষ্টিয়ার ফারহানা ইসলাম, রাজশাহীর মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জের মোহাম্মদ মনির হোসেন হাওলাদার, শরীয়তপুরের মো. আবদুল আজিজ, দিনাজপুরের মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম ও রাজবাড়ীর মনোয়ারা বেগম।
অপরদিকে, টাঙ্গাইলের ডিসি হিসেবে পদায়নকৃত সাবেত আলীকে পঞ্চগড়ে, নীলফামারীতে পদায়নকৃত শরীফা হককে টাঙ্গাইলে, নাটোরে পদায়নকৃত রাজীব কুমার সরকারকে লক্ষ্মীপুরে এবং পঞ্চগড়ে পদায়নকৃত মোহাম্মদ নায়িরুজ্জামানকে নীলফামারীতে নতুন করে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
গত সোমবার ২৫ জেলায় ও গতকাল মঙ্গলবার ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় সরকার। এ নিয়োগ নিয়ে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষের জেরে গতকাল সচিবালয়ে কর্মকর্তাদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়।
এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে দায়িত্ব দিয়ে এক সদস্যের তদন্ত কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ১০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Comments