সীমান্ত হত্যা ঢাকা-দিল্লি সম্পর্কে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক জোরদারে সীমান্ত হত্যা একটি বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সীমান্ত হত্যার ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'বাংলাদেশ-ভারত সম্পর্ক জন-মানুষের পর্যায়ে জোরদার করা দরকার। সীমান্তে হত্যাকাণ্ড ঘটলে তা জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে... আমরা এটা চাই না।'
সীমান্তে কিশোরী স্বর্ণা দাস হত্যার বিষয়ে তিনি বলেন, 'আমরা বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) নিশ্চয়তার অপেক্ষায় আছি। এটা পেলেই আমরা নয়াদিল্লির কাছে কড়া প্রতিবাদ জানাব।'
এই হত্যাকাণ্ডকে 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করেন তিনি।
তিনি আরও বলেন, 'ভারত ঢাকার সঙ্গে সুসম্পর্ক চাইলে এ সম্পর্ক অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে গড়ে তুলতে হবে। আমরা একতরফা সম্পর্ক চাই না।'
এর আগে মৌলভীবাজারের জুড়ি উপজেলার ১৩ বছর বয়সী বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাসকে গত ১ সেপ্টেম্বর ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গুলি করে হত্যা করে। হত্যার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়।
Comments