অর্থপাচার: দুদক কর্মকর্তাদের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের বৈঠক

এফবিআইয়ের প্রতিনিধিদল দুদকের মানি লন্ডারিং অ্যান্ড লিগ্যাল শাখার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন।
সোমবার এফবিআইয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে দুদক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন দুদকের কর্মকর্তারা।

আজ সোমবার রাজধানীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুদক সচিব খোরশেদা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এফবিআই প্রতিনিধিদল দুদকের মানি লন্ডারিং অ্যান্ড লিগ্যাল শাখার মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক করেছেন।

তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। আমরা একে অপরের কাজের পদ্ধতি নিয়ে আলোচনা করেছি।'

অর্থপাচার নিয়ে এফবিআইয়ের দুই সদস্যের এই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Comments