‘বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে’

আইসিটি’র প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

নবনিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেছেন, জুলাই ও আগস্টে সরকারবিরোধী আন্দোলনের সময় গণহত্যার অপরাধে বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার ঢাকার আইসিটি চত্বরে গণমাধ্যমকে তিনি বলেন, 'পুনরায় কাজ শুরু করার পর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করব।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আইসিটিতে দায়ের করা নতুন মামলার বিচারের জন্য বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।'

তিনি বলেন, 'অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য, নথি ও প্রমাণ সারা দেশ থেকে সংগ্রহ করতে হবে এবং সেগুলো সংকলন করতে হবে, পরীক্ষা করতে হবে এবং ট্রাইব্যুনালের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। এটা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিশাল কাজ।'

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর তদন্ত দলকে নতুন বিচারক ও তদন্তকারী নিয়োগের মাধ্যমে পুনর্গঠন করতে হবে। কারণ আগের বিচারক, প্রসিকিউশন টিম এবং বিগত সরকারের নিযুক্ত তদন্ত সংস্থা দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পদত্যাগ করেছে।'
 

Comments

The Daily Star  | English

Chinmoy Das granted HC bail

He is expected to be released from the jail following the HC order, unless the Appellate Division of the Supreme Court stays the HC verdict

42m ago