বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহতের ঘটনায় ঢাকার তীব্র প্রতিবাদ

সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক বলে জানায় বাংলাদেশ সরকার।
ছবি: ইউএনবি থেকে নেওয়া

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১৩ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরী নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদলিপিতে বাংলাদেশ এ ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে।

গত ১ সেপ্টেম্বর বিএসএফের গুলিতে নিহত হন মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্বর্ণা দাস।

সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক বলে তাদের জানায় বাংলাদেশ সরকার। এ ধরনের কর্মকাণ্ড জয়েন্ট ইন্দো-বাংলাদেশ গাইডলাইনস ফর বর্ডার অথোরিটিস ১৯৭৫ এর বিধানের লঙ্ঘন।

বাংলাদেশ সরকার এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকাণ্ডের তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

Comments

The Daily Star  | English

5 killed as two buses collide in Faridpur

Five people were killed and at least 15 others injured in a head-on collision between two buses in Faridpur early today

19m ago