গণভবন হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর হাজারো ছাত্র-জনতা গণভবনে ঢুকে পড়েন। ছবি: স্টার

গণভবনকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ।

তিনি বলেন, গণভবনকে জনগণ যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় থাকবে, অর্থাৎ গণভবনের বর্তমান অবস্থার বড় কোনো পরিবর্তন না করেই জাদুঘর প্রতিষ্ঠা করবে সরকার।

গণভবনকে জাদুঘর হিসেবে রূপান্তর কবে শুরু হবে, জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, দক্ষিণ কোরিয়াতে একটা জাদুঘর হয়েছিল সেখানে গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখতে। পৃথিবীর আরও বিভিন্ন জায়গায় এমন জাদুঘর হয়েছে। আমরা সেখান থেকে অভিজ্ঞতা নেব। কীভাবে একটি সুন্দর জাদুঘর করা যায়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। গণপূর্ত মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজ করবে।

 

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

2h ago