আরএকে সিরামিক শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ
সড়ক অবরোধ করে আরএকে সিরামিক শ্রমিকদের বিক্ষোভের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ বুধবার সকাল ৭টা থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
সকাল থেকে মহাসড়কের শ্রীপুর জৈনা-নয়নপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রাহয়ান মিয়া সকাল সাড়ে ৯টায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখনো মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।'
পুলিশ জানায়, শ্রমিকেরা জানুয়ারি থেকে আগস্ট মাসের এরিয়ার বিলের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ করছেন। যার ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহাসড়ক থেকে সরে যেতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করছেন।
শ্রমিকরা জানান, তাদের কারখানা থেকে গত জানুয়ারিতে বাৎসরিক ইনক্রিমেন্ট হলেও ইনক্রিমেন্ট আকারে বেতন না দিয়ে পুরাতন গেজেট মোতাবেক বেতন পরিশোধ করছে।
ইনক্রিমেন্ট আকারে বেতন পরিশোধের দাবি জানান তারা।
এ বিষয়ে জানতে আরএকে সিরামিকস কারখানার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।
Comments