পার্বত্য চট্টগ্রামে মানসম্মত শিক্ষা ও শান্তি ফিরে আসা জরুরি: সুপ্রদীপ চাকমা

মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ছবি: স্টার

অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসা জরুরি। তাছাড়া এ অঞ্চলে মানসম্মত শিক্ষা ও জীবনমান উন্নয়ন জরুরি।

আজ সোমবার বান্দরবান জেলা সার্কিট হাউজে বিভিন্ন দপ্তর প্রধান ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, 'জেলা পরিষদ পুনর্গঠনের ক্ষেত্রে নিয়মের ভেতরে যা আছে তাই হবে। এখানে এক ইঞ্চিও বাড়ানো বা কমানোর সুযোগ নাই। আর সেখানে ছাত্র প্রতিনিধি থাকলে ভালো হয়।'

ক্ষমতার পালাবদলের পর পাহাড়ের সার্বিক পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে সরকারে পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, 'এ অঞ্চলে এবং সারাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা খুবই জরুরি, যেটা নিয়ে আমরা সবাই কাজ করছি। চাঁদা বন্ধ হওয়া দরকার। শান্তি-শৃঙ্খলা ফিরে আসা দরকার। অনেক কিছু দেখি যা বান্দরবানে হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার যেন এ অঞ্চলে সব মানুষের জীবনে সুখ ও শান্তি ফিরে আসে।'

ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে সুপ্রদীপ চাকমা বলেন, 'এ বিষয়ে যদি সিদ্ধান্ত নিতেই হয়, নিরাপত্তার দায়িত্বে যারা আছে পুলিশ, তাদের সঙ্গে বসে চিন্তা করতে হবে পরিস্থিতি কতটুকু উন্নতি হয়েছে।'

গ্রেপ্তারদের মুক্তির বিষয়ে উপদেষ্টা বলেন, 'এগুলো এখানকার স্থানীয় আইনশৃঙ্খলা সংস্থা ও আদালতে আইনের ধারা বিচার-বিশ্লেষণ ও আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।'
 
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আমার পরিকল্পনা খুবই সিম্পল। জনগণের মঙ্গলের জন্য, এই এলাকার মানুষের জন্য যা যা করা দরকার সবকিছু করব। মানসম্মত শিক্ষা সমতলে যেভাবে হচ্ছে সেভাবে এখানে হচ্ছে না। আমাদের ছেলেমেয়েরা কোথাও গিয়ে কোনো প্রতিযোগিতায় টিকতে পারছে না।' 

'সুতরাং মানসম্মত শিক্ষা খুবই প্রয়োজন। মানুষের জীবনমান বাড়াতে হবে। জীবনমান বাড়ালে তাদের ছেলেমেয়েরা ভালো হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে। বাচ্চারা ভালো স্কুল-কলেজে যেতে পারবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

High interest rates threaten SME jobs, stability

Banks charge SMEs interest rates ranging between 13 and 15 percent, among the highest across all sectors except services.

8h ago