ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে প্যাডেলচালিত রিকশাচালকদের বিক্ষোভ
রাজধানীর সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন প্যাডেলচালিত রিকশা চালকেরা।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুইশ থেকে তিনশ রিকশাচালক তাদের রিকশা নিয়ে শাহবাগে অবস্থান নেন।
এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন দ্য ডেইলি স্টার সংবাদদাতা।
বিক্ষোভরত কয়েকজন রিকশাচালকের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাটারিচালিত রিকশার কারণে তাদের আয় কমে গেছে বলে সড়কে এসে প্রতিবাদ করছেন তারা।
ধানমণ্ডি এলাকা থেকে আসা রিকশাচালক উজ্জ্বল (২৮) ডেইলি স্টারকে বলেন, তারা বেশ কয়েকজন রিকশাচালক একসঙ্গে এসেছেন এখানে প্রতিবাদ জানাতে।
তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশাওয়ালারা আসায় আমাদের রিকশায় কেউ উঠতে চায় না। তাদের কারণে রাস্তায় অনেক সমস্যাও হয়। আমরা চাই তারা গলিতে রিকশা চালাক, কিন্তু মেইন রোডে না।
আরেক রিকশাচালক আলমগীর বলেন, ব্যাটারিচালিত রিকশার কারণে তারা যাত্রী পান না। তাদের কারণে আমাদের প্রতিদিন রিকশার জন্য যে ভাড়া দিতে হয় সেটাও উঠছে না। কর্তৃপক্ষের কাছে তাদের দাবি ব্যাটারিচালিত রিকশা গলিতে চলুক কিন্তু মেইন রোডে না।
এসময় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্যাডেলচালিত রিকশাচালকদের সমাবেশ করতে দেখা যায়।
দুপুর ১২টার দিকে পুলিশ ও সেনাসদস্যরা সড়ক থেকে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক করছেন বলে জানান আমাদের সংবাদদাতা।
Comments