সতর্কতা ছাড়া বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

বন্যা
মো. নাহিদ ইসলাম। ছবি: টেলিভিশন থেকে নেওয়া/ফাইল ফটো

বাংলাদেশের কয়েকটি জেলায় হঠাৎ বন্যার কারণ হিসেবে ভারতের 'অমানবিকতা'কে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

'অসহযোগিতা' এবং 'বাংলাদেশের জনগণবিরোধী নীতি' থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে 'টানাপোড়েন' থেকে বের হয়ে ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপনের আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা।

আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে করা ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

নাহিদ ইসলাম বলেন, 'আমরা দেখতে পাচ্ছি উজানের পানি ধেয়ে এসে বন্যা পরিস্থিতি তৈরি করছে। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই যেভাবে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে।'

তথ্য উপদেষ্টা বলেন, 'আমরা আহ্বান করব, আশা করব দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণবিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। আমরা কীভাবে একত্রে বাংলাদেশ ও ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে।'

নাহিদ ইসলাম আরও বলেন, 'বাংলাদেশের শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে ক্ষুব্ধ। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে। আমরা আশা করব ভারত বাংলাদেশের সম্পর্কের ভেতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবংন্যায্যতার ভিত্তিতে যাতে রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়।'

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

14m ago