পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুর যানজট
বকেয়া দাবিতে টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের পোশাক কারখানা শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যানজট তৈরি হয়। ছবি: সংগৃহীত

গাজীপুরে বকেয়া বেতন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের পোশাক কারখানা শ্রমিকরা।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। টঙ্গী থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে যানজট দেখা দেয়। এতে করে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।  

গাজীপুর ট্রাফিক পুলিশ চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভার কাছে দায়িত্বরত পুলিশ পরিদর্শক আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, মহাসড়কে যান চলাচল বন্ধ আছে।

সকাল সোয়া ১১টার দিকে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক নূর হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, এখনও শ্রমিকরা আন্দোলন করছে। ব্যস্ত বলে ফোন রেখে দেন তিনি।

শ্রমিকরা জানায়, টিএনজেড গ্রুপে আমরা ৩ হাজার ৩০০ জন কাজ করি । এ কারখানার শ্রমিকদের জুলাই মাসের বেতন গতকাল পরিশোধ করার থাকলেও আমাদের বেতন পরিশোধ না হওয়ায় আমরা আন্দোলন করছি।

আন্দোলনে তিন শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বলে জানা যায়।

ঘটনাস্থলে শ্রমিকদের সঙ্গে শিল্প পুলিশ আলোচনা করছে। এছাড়াও শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ ও শিল্প পুলিশের সাথে সমন্বয় করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

1h ago