২ সপ্তাহ পর কাজে যোগ দিলেন কর্মীরা, শিগগির চালু হতে পারে মেট্রোরেল

বেতন বৃদ্ধির দাবিতে রাজি হওয়ায়...
মেট্রোরেল
স্টার ফাইল ফটো

মেট্রোরেলের কর্মীরা গত ৬ আগস্ট থেকে কর্মবিরতি কর্মসূচি পালন করার পর আজ মঙ্গলবার থেকে কাজে যোগদান করেছেন। ফলে, শিগগির মেট্রোরেল চালু হতে পারে বলে আশা করা যাচ্ছে।

মেট্রোরেলের দুই কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালনা পর্ষদ বেতন বৃদ্ধির দাবিতে রাজি হওয়ায় ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা কাজে ফিরেছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আহসানুল হক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিককে কল করা হলেও তারা রিসিভ করেননি।

রোববার দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে এমএএন সিদ্দিক বলেছিলেন, কর্মীরা কাজে যোগ দেওয়ার পর ট্রায়ালরানসহ প্রয়োজনীয় পরীক্ষা শেষ করতে তাদের পাঁচদিন সময় লাগবে।

কোটা সংস্কার আন্দোলনের সময় মেট্রোরেলের দুটি স্টেশনে ভাঙচুর হলে ১৮ জুলাই থেকে এর কার্যক্রম স্থগিত রাখা হয়।

Comments