ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৭৩ পুলিশ কর্মকর্তা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ৭৩ কর্মকর্তাকে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

তাদের মধ্যে ১০ জন সরাসরি ও ৬৩ জন সুপারনিউমারারি পদোন্নতি পেয়েছেন।

রোববার এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ যোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে।

সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। এই সময়ের মধ্যে কোনো কর্মকর্তা নিয়মিত পদোন্নতি পেলে পদগুলো বিলুপ্ত করা হবে। যারা এই সময়ের মধ্যে অবসরে যাবেন বা চাকরি থেকে কাউকে অপসারণ করা হলে তাদের সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

সূত্র জানায়, আজ পদোন্নতি পাওয়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ১৫ ও ১৭তম ব্যাচ থেকে পুলিশে যোগ দিয়েছেন। ডিআইজি পদে পদোন্নতি পাওয়া অধিকাংশ কর্মকর্তাই পুলিশ সুপারের পদে অধিষ্ঠিত।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

20m ago