সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত হবে, সহায়তা করবে মন্ত্রণালয়

আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাইছি। এটা নিয়ে আমরা আর কোনো ধরনের প্রহসন আর কোনো ধরনের টালবাহানা চাইছি না।'
নাহিদ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার নিয়ে এক ধরনের প্রহসন হয়েছে উল্লেখ করে এই হত্যাকাণ্ডসহ এ ধরনের হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

এজন্য সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি।

আজ রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।  

এসময় নাহিদ বলেন, 'সাগর রুনি হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, খুবই নির্মম এবং এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কী পরিমাণ প্রহসন করা হয়েছে। বার বার তার প্রতিবেদনগুলা পেছানো হয়েছে। এই সাগর রুনি হত্যাকাণ্ডসহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের ওপর নিপীড়ন হয়েছে এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যে ভূমিকা বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যে ভূমিকা তা আমরা অবশ্যই পালন করব।'

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।

এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে এ পর্যন্ত ১১১ বার সময় বাড়িয়েছে আদালত।

সাগর-রুনি হত্যাকাণ্ডের নতুন করে তদন্ত হবে কিনা জানতে চাইলে নাহিদ বলেন, 'আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাচ্ছি। এটা নিয়ে আমরা আর কোনো ধরনের প্রহসন আর কোনো ধরনের টালবাহানা চাচ্ছি না।'

এসময় নাহিদ আরও বলেন, 'বিগত সময়গুলোতে গণমাধ্যম বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান খুবই খারাপ ছিল। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরে বাংলাদেশের অবস্থান ছিল। এত নিচের দিকে ছিল অবস্থান। এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম একটি পিলার বলা যায়। আমরা যদি গণতন্ত্র চাই তাহলে আমাদের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে।'

Comments

The Daily Star  | English

Army given magistracy power

The government last night gave magistracy power to commissioned army officers with immediate effect for 60 days in order to improve law and order.

3h ago