ভিসা নীতি বিদেশগামী শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলবে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বিদেশগামী শিক্ষার্থীদের ওপর কোন প্রভাব ফেলবে না এবং ভিসা নীতি নিয়ে সরকারও কোনো চাপ অনুভব করছে না।
আজ বুধবার দুপুরে সিলেটে ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, 'ভিসা নীতি বিদেশগামী শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব ফেলবে না। কারণ তারা খুব আগ্রহী যেন বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের দেশে যায়। তাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের ফি এর ওপর নির্ভরশীল।'
দীপু মনি আরও বলেন, 'সরকার কোনো চাপ অনুভব করছে না। কারণ আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার অঙ্গীকারাবদ্ধ।'
তিনি বলেন, 'আমাদের স্বাধীন নির্বাচন কমিশন আছেন, নির্বাচন কমিশন সেই নির্বাচন করবে এবং সংবিধান অনুযায়ী সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। বাংলাদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পরবর্তী সরকার নির্বাচন করবে।'
Comments