সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না

সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, 'গত ১৫ বছর আমাদের এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে...আমি পারি আর না পারি, আমি তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব। তারা কত লোক মেরেছে, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে। আমাদের লোক মরে, বিজিবি পতাকা বৈঠক করতে বাধ্য হয়।'

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমি বলেছি, পিঠ দেখাবেন না। অনেক হয়েছে! আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি, ওরা পতাকা বৈঠক করেছে, সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না। সেই দিন চলে গেছে।'

সাখাওয়াত বলেন, 'আমাদের এই রকম ফোর্সকে দানব বানিয়েছে। পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি; থ্যাঙ্ক গড, সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি। এগুলো ন্যাশনাল ফোর্স, এটা কারও পারসোনাল ফোর্স না। আমি মনে করি, আই উইল ট্রাই টু ব্রিং দেম অন টু দ্য জাস্টিস। দেশে এবং দেশের বাইরে...সে যত বড়ই হোক। আমার হাতে যদি পড়ে, আই উইল স্ট্রেট পুট দেম ইনটু দ্য জেল। আমরা ইতোমধ্যে কিছু কিছু অ্যাকশনে গেছি পুলিশের ভেতরে, যারা পুলিশকে দানব বানিয়েছে। আপনারা মনে করবেন না, আমি শুধু আপনাদের সঙ্গে পেপটক করি। দিস পার্টি ওয়ার্স্ট অ্যান্ড ফ্যাসিস্ট পার্টি। এক্সাক্টলি হোয়াট দ্য ফ্যাস্টিস্ট ডিড। যাদের বর্ডার রক্ষা করার কথা, তাদের বলে পিঠ দেখাও। নো মোর। ইনশাল্লাহ, ইট ইজ নট গোয়িং টু বি এনি মোর।'

পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা প্রসঙ্গে তিনি আরও বলেন, 'একটি সরকারি প্রসেসের মধ্যে কাজ হচ্ছে। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু সুপারিশ চলে গেছে। আমি নাম বলব না এই মুহূর্তে। তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে।'

সাখাওয়াত বলেন, 'আমার আশ্বাসে পুলিশ মাঠে নেমেছে। পুলিশ নিজেরা বলেছে, আমরা লজ্জিত—যখন আমি বললাম, আপনাদেরই একজন বাপ ছেলে মৃত্যুর পরে বলছে কয়টা বুলেটে একটা ছেলে মারা যায়।'

তিনি বলেন, 'অনেক পুলিশ সদস্য বলেছেন, আমরা ওই পথে যাইনি জন্য আমাদের সরিয়ে দিয়ে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করেছে। আমি তাদের আশ্বাস দিয়েছি যে, উই উইল সি, উই উইল ব্রিং দেম ব্যাক।'

শিক্ষার্থীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'চিন্তা করবেন না, পুলিশ খুবই অনুতপ্ত। এদের যারা দানব বানিয়েছে, আমি আবার বলছি, উইল নট লিভ দেম। একটু সবুর করেন, একটি সরকারি অ্যাকশন নিতে গেলে কতগুলো প্রসেস আছে। টপ টপ করে করা যায় না; তার পরে দেখবেন তিন বছর আবার চলে আসছে।'

তিনি বলেন, 'আমরা এখন বের করার চেষ্টা করছি হুকুমের আসামি। পুলিশ বলছে, এই ইউনিফর্ম পরে আমরা এক দিনের জন্য বের হতে চাই না।'

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পুলিশের পোশাক ও ব্যাজের নতুন ডিজাইন দেওয়ার আহ্বান জানান তিনি।

সবার তালিকা আছে, দুএকদিনের মধ্যে অ্যাকশন দেখা যাবে বলেও জানান তিনি।

আগামী বৃহস্পতিবারের মধ্যে থানা থেকে লুট করা অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'যদি জমা না দেন, যদি ওই অস্ত্র নিয়ে ধরা পড়েন তাহলে অন্তত দুটি মামলা হবে। নিষিদ্ধ বোর লুট করেছেন এবং আপনার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গেছে।'

কেউ ভয়ে নিজে জমা দিতে না পারলে অন্য কারও মাধ্যমে থানায় জমা দেওয়ার আহ্বান জানান সাখাওয়াত।

তিনি বলেন, 'ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হয়, সে জন্য আমরা পুলিশ কমিশনের কথা চিন্তা-ভাবনা করছি। পুলিশও বলেছে তারা পুলিশ কমিশনের অধীনে থাকতে চায়। তারা রাজনৈতিক কারও অধীনে থাকতে চায় না। তাহলে পুলিশকে ব্যবহার করা হবে।'

Comments

The Daily Star  | English

Man killed as oil tanker crashes into car showroom in Natun Bazar

The deceased, whose identity could not be confirmed, was approximately 25-26 years old, said police

4h ago