প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন হবে ‘যমুনা’

প্রধান উপদেষ্টার কার্যালয় হবে যমুনা
রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনা'কে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন হিসেবে উপযুক্ত করে তোলা হচ্ছে।

অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. ইউনূস শপথ নেওয়ার পর 'যমুনা'য় থাকবেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

'যমুনা' ভবনটি রাজধানীর মিন্টো রোডে অবস্থিত।

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশে ছেড়ে চলে যাওয়ার পর বিক্ষুব্ধ মানুষ ব্যাপক ভাঙচুর চালিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে।

এর ফলে এই দুই জায়গায় আপাতত অফিস করা বা বসবাস করার মতো পরিবেশ নেই।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন প্রস্তুত করার সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়ার পরপরই মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনা'কে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন হিসেবে গড়ে তোলার কাজ করছেন।

রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দায়িত্বশীল আরেক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবন দ্রুতই সংস্কারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই দুটি স্থাপনার ক্ষয়ক্ষতি নির্ধারণে কমিটি গঠন করে প্রথমে মূল্যায়ন করা হবে। এরপর দ্রুততার সঙ্গে এগুলো পুর্ননির্মানের উদ্যোগ নেওয়া হবে।

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia acquitted from Zia Orphanage Trust graft case

Following the judgement, there is no legal bar for Khaleda Zia to contest the next general election

59m ago