শ্রমিক বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ
লে অফ তুলে নেওয়ার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুরে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর বিকে বাড়ি এলাকায় অলিম্পিক ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।
এতে মহাসড়কে সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে তা স্বাভাবিক হয়। শ্রমিকেরা এখনো কারখানার সামনে অবস্থান করছেন।
আন্দোলনরত শ্রমিকেরা দ্য ডেইলি স্টারকে জানান, কারখানার মালিক বলেছেন গত ১৬ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত কার্যাদেশ না থাকায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২ ধারা অনুযায়ী লে-অফ ঘোষণা করে। পরে ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত লে-অফ বাড়ানো হয়।'
'এখন আমরা আর মানতে পারছি না। আমরা লে-অফ তুলে নেওয়ার দাবিতে কারখানার সামনে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করি।
এ বিষয়ে কথা বলতে চাইলে অলিম্পিক ফ্যাশন লিমিটেডের জিএম এস এম খোরশেদুর রহমান ফোন ধরেননি।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শালনা ও মাওনা হাইওয়ে পুলিশের বক্তব্যও পাওয়া যায়নি।
রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জয় ডেইলি স্টারকে বলেন, 'দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আগুনের বিষয় না থাকায় আমরা যাইনি।'
Comments