২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত হবে: বঙ্গভবনে বৈঠক শেষে নাহিদ

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি: ফিরোজ আলম/স্টার

২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ তালিকাসহ অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা আসবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈঠকে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে নাহিদ বলেন, 'ফলপ্রসূ আলোচনা হয়েছে। ছাত্র ও নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যে সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দিয়ে এসেছি। যেখানে নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে। দ্রুত সময়ে আমরা এই তালিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে।'

নাহিদ আরও বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ১০-১৫ জনের প্রাথমিক তালিকা দিয়ে এসেছি। সেটা চূড়ান্ত করে ২৪ ঘণ্টার মধ্যে তালিকাসহ অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেশবাসী পেয়ে যাবে।'

ড. ইউনূসের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'উনার একটি মাইনর অপারেশন হয়েছে আজকে। আগামীকালই দেশের উদ্দেশে রওনা হবেন। আগামীকাল রাতে অথবা পরশু সকালের মধ্যে উনি দেশে পৌঁছাবেন। এর মধ্যে তালিকাও চূড়ান্ত হয়ে যাবে। ২৪ ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারবে বলে আশা করছি।'

দেশে অরাজকতা ও সহিংসতার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে নাহিদ বলেন, 'পুলিশ বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে পুর্নগঠন করতে হবে। দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ হবে। ছাত্র-নাগরিকরা আজকে যে ঢাকা শহরের ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, মন্দির পাহারা দিচ্ছেন এটিকে সবাই প্রশংসা করেছে। আইন শৃঙ্খলা বাহিনী ফিরে না আসা পর্যন্ত সবাইকে সর্তক থাকতে হবে। কোনো ধরনের নাশকতা, লুটপাট যাতে না হয় সেজন্য ছাত্র- জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। ছাত্র-জনতা মিলে আমরা নতুন বাংলাদেশ বির্নিমাণ করব।'

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। 

আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে ছিলেন তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১ জন সমন্বয়ক, লিঁয়াজো কমিটির পক্ষ থেকে মাহফুজ আলম ও নাসির আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তানজীমউদ্দিন খান ও অধ্যাপক আসিফ নজরুল।

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

49m ago