দায়িত্ব নেওয়ার পর হোয়াটসঅ্যাপে ১৭০০ অভিযোগ পেয়েছি: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি গত ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে হোয়াটসঅ্যাপ খুদে বার্তায় এক হাজার ৭০০ অভিযোগ পেয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত '২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে তিনি বলেন, 'আমি টেলিফোনে কথা বলতে পারি না। একটার পর একটা মেসেজ আসতেই থাকে।'

সালেহউদ্দিন আহমেদ বলেন, 'দায়িত্ব নেওয়ার পর এখন অনেক কিছুই দেখতে পাচ্ছি। পুরোটা না বলি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, শেয়ার বাজারের বিষয়ে আমার কাছে অনেকেই এসেছেন। তারা অভিযোগ করেছেন- এই লোক ভালো না, ওই লোক চুরির সঙ্গে জড়িত, তাকে সরিয়ে দেন। ও ভালো, ওকে রাখা হোক। এমন আরও অনেক কথা।'

'স্যার আমার টাকা চুরি হয়ে গেছে। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুন- এমন সব অভিযোগও পাচ্ছি। অভিযোগগুলো শুনে মনে হয়েছে, এগুলোর মধ্যে আসলেই সমস্যা আছে, সেই বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'এখন যতটা অ্যাকসেস পাচ্ছে, আগে এতোটা ছিল না। তবে অভিযোগ দেওয়ার কারণে আমি কারও প্রতি কোনো ধরনের মাইন্ড করিনি।'

সালেহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব নেওয়ার পর হরেনডাস টাস্ক (ভয়ঙ্কর সব কাজ) করতে হচ্ছে। সেজন্য সবার সহযোগিতা চাই। আমরা কোনো নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাইনি। ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ থেকে ইস্তফা দেওয়ার পর আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

তার ভাষ্য, 'আমি একটা বিষয় নিয়ে উদ্বিগ্ন। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি অনেকগুলো ব্যাংকের আর্থিক প্রতিবেদন দেখেছি। অনেকগুলো রিপোর্ট আন কোয়ালিফাইড। অনেকগুলো ডিসকোয়ালিফাইড হওয়া উচিত। অদ্ভুত সব রিপোর্ট তৈরি করা হয়েছে। ট্রান্সপারেন্সি না থাকলে অনেক কিছু বের হবে না।'

'ওই সব রিপোর্ট দেখে প্রকৃত চিত্র বোঝা যায় না। তাই প্রতিষ্ঠানে সঠিক নিরীক্ষা জরুরি। সেখানে চাটার্ড একাউন্টটেন্ডদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অনেক সময় ম্যানেজমেন্ট ও চাটার্ড অ্যাকাউন্ট ফার্ম একে হয়ে যায়। সেজন্য আইসিএবিকে তার সঠিক রোলটা প্লে করতে হবে।'

'মেম্বারদের ডিসিপ্লিন থেকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। তবে অনেক চাটার্ড অ্যাকাউন্ট ফার্ম আছে তারা বেশ ভালো করছেন,' বলেন তিনি।

'স্বচ্ছতা ও জবাবদিহি সবচেয়ে বেশি জরুরি। টাকা-পয়সার হিসাব ঠিকমতো না রাখলে একসময় না একসময় ধরা পড়বেনই। অতীতে যারা কোনো কিছুই তোয়াক্কা করতেন না, তাদের অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি,' বলেন সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, পরিবেশ ঠিক না হলে দেশে বিদেশি বিনিয়োগও আসবে না। পরিবেশ বলতে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, আইন ও হিসাবের কথা বলছি। এইগুলো ঠিক হতে হবে। সেজন্য আপনাদেরও (চাটার্ড অ্যাকাউনটেন্ট) কাজ করতে হবে। সরকারেরও আপনাদের সহযোগিতা লাগবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, 'সম্প্রতি দেখলাম ডিমের দাম বেড়েছে। এখন তো দাম বাড়ার কোনো কারণ নেই। দেশে তো চাহিদার তুলনায় ডিম বেশি উৎপাদন হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে সভা করলাম, তাদের অজুহাতের শেষ নেই! এটা দুঃখজনক বিষয়। ব্যবসায়ীদের যে সমাজের প্রতি দায়িত্ব রয়েছে সেটা তাদের বুঝতে হবে।'

Comments

The Daily Star  | English

Is the govt backing the wrongdoers?

BNP acting Chairman Tarique Rahman yesterday questioned whether the government is being lenient on the killers of a scrap trader in front of Mitford hospital due to what he said its silent support for such incidents of mob violence.

8h ago