চট্টগ্রামে কারাগার ও দামপাড়া পুলিশ লাইন্সে হামলা, পুলিশের গুলি
চট্টগ্রামের লালদীঘিতে কারাগারে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ঠেকাতে গুলি ছুড়ছে কারারক্ষীরা।
ঘটনাস্থল থেকে ডেইলি স্টার সংবাদদাতা জানিয়েছেন, এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা পৌনে ৬টার দিকেও উত্তেজনা চলছিল।
তবে কারাগারে হামলাকারীদের মধ্যে কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি।
জেলসুপার মো. মঞ্জুর হোসেন সন্ধ্যা ৬টায় সাংবাদিকদের জানান, বাইরে অনেক মানুষের ভিড়। তবে এখন পর্যন্ত জেলখানার ভেতরের পরিস্থিতি স্বাভাবিক আছে।
ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও তার দেশ ছাড়ার খবরের পর চট্টগ্রামের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।
এসময় পতেঙ্গা, চান্দগাঁও থানাসহ বিভিন্ন থানা ঘেরাও, দামপাড়া পুলিশ লাইন্সে হামলার খবর পাওয়া যায়।
পতেঙ্গা থানায় হামলা ও আগুন দেওয়ার খবর নিশ্চিত করে এডিসি (বন্দর) কাজী হুমায়ুন রশীদ ডেইলি স্টারকে জানান, হামলাকারীরা থানার সামনে ঘেরাও করে রেখেছে। ইপিজেড থানা ঘিরে রেখেছে। বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
বিকেল সাড়ে ৫টার সামনে দামপাড়া পুলিশ লাইন্সের সামনে অনেক বিক্ষোভকারী ছিল। ভাঙচুর করে ও আগুন দেওয়ার চেষ্টা করে তারা।
পরবর্তীতে পুলিশ সেখানে গুলি করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সবাইকে সরিয়ে দেয়।
Comments