সাভারে গুলিতে নিহত ১২, সাংবাদিকসহ গুলিবিদ্ধ শতাধিক

হাসপাতালে আনা হলে চিকিৎসকরা রমজানকে মৃত ঘোষণা করেন।
সাভারে গুলি
সাভারে আন্দোলনকারীরা। ছবি: ফাইল ফটো/সংগৃহীত

ঢাকার সাভারে গুলিবিদ্ধ হয়ে ১২ জন নিহত হয়েছেন। এছাড়া, শতাধিক মানুষ গুলিবিদ্ধ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

আজ সোমবার রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহতদের একজন রমজান (৩৫) মাছের আড়তের কর্মচারী। তিনি সকালে আড়ত থেকে বাসায় ফেরার সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে রমজানের বুকে গুলি লাগে।

হাসপাতালে আনা হলে চিকিৎসকরা রমজানকে মৃত ঘোষণা করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে সাভার বাজারের বাসস্ট্যান্ডে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে মাছরাঙ্গা টেলিভিশনের সাভার প্রতিনিধিসহ অনেকে গুলিবিদ্ধ হন।

পরে সাভার থানা স্ট্যান্ডের সোনালী ব্যাংক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। তারা সাভার মডেল থানা ঘেরাওয়ের চেষ্টা করে। এ ছাড়া প্রেসক্লাব, আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ বেশ কয়েকটি জায়গায় আগুন দেওয়া হয়েছে।

Comments