১০ দিন পর মোবাইলে ফোরজি ইন্টারনেট চালু

মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক, টিকটকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকবে।
মোবাইলে ফোরজি ইন্টারনেট চালু

সারাদেশে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ার ১০ দিন পর আজ রোববার বিকেল ৩টায় পুনরায় চালু করা হয়েছে।

বিকেল ৩টায় দ্য ডেইলি স্টারের জেলা সংবাদদাতারা মোবাইল ইন্টারনেট সংযোগ চালু হয়েছে বলে জানান। তবে ইন্টারনেটের ধীরগতির কথা জানান তারা।

এর আগে সকাল ১১টায় এক ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক আজ বিকেল ৩টার পরপরই মোবাইল ইন্টারনেট চালু হবে বলে সাংবাদিকদের জানান।

ফোরজি ইন্টারনেট সেবা চালুর পর আগামী তিন দিনের জন্য সব গ্রাহককে ৫ জিবি ইন্টারনেট বিনামূল্যে দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক, টিকটকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৭ এপ্রিল রাত থেকে সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।

 

Comments