কাল থেকে সীমিত পরিসরে চলবে যাত্রীবাহী ট্রেন

কাল থেকে চলবে যাত্রীবাহী ট্রেন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে পরিষেবা স্থগিত করার এক সপ্তাহ পর বাংলাদেশ রেলওয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে অতি সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু করবে।

আগামীকাল কারফিউ শিথিল হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ এবং ঢাকা-টঙ্গী রুটে দুটি কমিউটার ট্রেন চলাচল করবে বলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির আজ বুধবার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

তিনি আরও বলেন, 'আমরা আগামীকাল পূর্ণাঙ্গভাবে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেব।'

Comments

The Daily Star  | English
july declaration will be added to constitution

July Declaration grants 2024 uprising constitutional recognition

Martyrs to get status of 'national heroes', injured and participants to get legal protection

2h ago