বগুড়ায় আ. লীগের অফিস ভাঙচুর, মোটরসাইকেলে আগুন

বগুড়ায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি: স্টার

বগুড়া জেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় কয়েক হাজার মানুষ। ওই সময় জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হয় এবং অফিসের সামনে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও শহরের সাতমাথায় অবস্থিত জেলা ডাকঘর ও মুজিব মঞ্চে ভাঙচুর চালানো হয়।

সরেজমিনে সাতমাথার অদূরে কিছু সংখ্যক পুলিশ সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বিষয়টি নিয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখানে বহিরাগতদের সঙ্গে সাধারণ কম বয়সী শিক্ষার্থীরাও আছে। আমরা অ্যাকশন নিলে ক্যাজুয়ালটি হবে। আমরা চিন্তা করছি কী করা যায়।'

Comments

The Daily Star  | English
 Impact of higher interest rates bangladesh

Rising interest rates deter new investment, expansion plans

Rising rates are creating headwinds for at least 40 listed conglomerates

11h ago