ভারতে দেড় বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

ভারত থেকে ফিরে আসা ৫ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

ভারতে দেড় বছর কারাভোগের পর পাঁচ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

শনিবার বিকেলে তারা বাংলাদেশে ফিরে আসেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, দুই বছর আগে ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের মুম্বাইয়ে যান এই পাঁচ বাংলাদেশি। সেখানে কাজের সন্ধানে ঘুরাঘুরি করার সময় পুলিশ তাদেরকে আটক করে। পরে আদালতে সোপর্দ করলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদেরকে দেড় বছরের কারাদণ্ড দেন।

সাজাভোগ শেষে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার বিকেলে তারা দেশে ফিরেন এবং বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের গ্রহণ করে।

ফেরত আসাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। তাদের বাড়ি খুলনা ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়।

তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা গ্রহণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

Comments

The Daily Star  | English

Iran state TV resumes live broadcast after Israeli attack

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

55m ago