মৌলভীবাজার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৩ রোহিঙ্গা নারী আটক

স্টার অনলাইন গ্রাফিক্স

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় ৩ রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন-কক্সবাজারের উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পের মিনারা বেগম (২০), ফরমিনা বেগম (২০) ও হামিমা বেগম (২০)।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের কুতুপালং ট্রানজিট ক্যাম্প থেকে ৩ নারী ও ৪ পুরুষ রোহিঙ্গা পালিয়ে যায়। পরে আজ শুক্রবার সকালে ভারতের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে বিজিবি ক্যাম্প সদস্যরা ৩ নারীকে আটক করে।

ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, বাংলাদেশ পেরিয়ে ভারতে প্রবেশের পর ৪ পুরুষ রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে।

Comments

The Daily Star  | English

July uprising victims to be recognised as 'July Martyrs', 'July Warriors': Adviser Farooq

'Those martyred in the July uprising will receive certificates and identity cards, the injured ones will receive identity cards as 'July Warriors' and they will also be entitled to other government benefits' says Liberation War Affairs Adviser Farooq-e-Azam

Now