সাড়ে ৪ বছর পর চালু হতে যাচ্ছে কসবা সীমান্ত হাট

দুদেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সভা। ছবি: সংগৃহীত

প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালু হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট।

আজ মঙ্গলবার দুপুরে দুদেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শুরু করার আগে হাটের সংস্কার কাজ পরিদর্শন করে ব্যবস্থাপনা কমিটি। 

বাংলাদেশ অংশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জেসমিন সুলতানা জানান, দুদেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করা হয়েছে। ইতোমধ্যেই হাটের সংস্কার কাজ শেষ করা হয়েছে।

আজকের বৈঠকে ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত মজুমদার ভারতের পক্ষে নেতৃত্ব দেন।

তিনিও হাটের সার্বিক অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে হাট চালু হলে আগের অবস্থা ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, কসবা পৌরসভার মেয়র এম.জি হাক্কানি প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৫ সালের জুনে যাত্রা শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর ও ভারতের সিপাহিজলা জেলার কমলাসাগর এলাকার সীমান্ত হাট। দুদেশের ৫০টি করে মোট ১০০টি দোকান বসতো ওই হাটে।

করোনা মহামারির শুরু হলে ২০২০ সালের ১০ মার্চ থেকে হাটের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

মূলত সীমান্ত এলাকার পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারীরা এই হাট থেকে পণ্য কিনতে পারবেন, এমন নিয়ম রয়েছে। তবে কসবা উপজেলাসহ আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ এ হাটে এসে পণ্য কিনতেন।

হাটে বাংলাদেশি পণ্যের চেয়ে ভারতীয় পণ্যের চাহিদাই ছিল বেশি। প্রতি সপ্তাহে রোববার বসতো এই হাট।

Comments

The Daily Star  | English

Titas Gas sinks further in red on system loss

Titas Gas’s system loss hit a decade high of 1,204 million cubic meters in fiscal 2023-24 -- enough to meet a month’s import bill of high-priced liquified natural gas (LNG).

8h ago