আবারও চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া

তোফাজ্জল হোসেন মিয়া। ছবি: সংগৃহীত

আরও এক বছরের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. তোফাজ্জল হোসেন মিয়া।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

আগামী ৫ জুলাই থেকে তার নতুন এই চুক্তির মেয়াদ শুরু হতে যাচ্ছে। এটি তার দ্বিতীয় চুক্তিভিত্তিক নিয়োগ।

২০২৩ সালের ৪ জুলাই নিয়মিত চাকরির মেয়াদ শেষ হলে মো. তোফাজ্জল হোসেন মিয়াকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। সেই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৪ জুলাই।

 

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands. 

2h ago