নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী থেকে ইটবাঁধা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লার ডিক্রিরচর এলাকায় ধলেশ্বরী নদী থেকে ইটবাঁধা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শাহজালাল।
নিহত পুরুষের বয়স আনুমানিক ৫০ বছরের ঊর্ধ্বে হবে বলে ধারণা পুলিশের।
মো. শাহজালাল বলেন, "মরদেহটির উভয় পাশে ইটের বস্তা বাঁধা ছিল। মরদেহের অবস্থা অনুযায়ী তার মৃত্যু অন্তত ৬-৭ দিন আগে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। ওই ব্যক্তি হত্যার শিকার হয়েছেন এবং লাশ গুমের জন্য নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছি।'
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানিয়ে পরিদর্শক শাহজালাল বলেন, 'মরদেহের মুখের অংশ বিকৃত হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি৷ তবে প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
সন্ধ্যা পৌনে ৮টা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ৷
Comments