প্রধানমন্ত্রীর প্রেস সচিব হচ্ছেন নাঈমুল ইসলাম খান

নাঈমুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী প্রেস সচিব হচ্ছেন দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান।

শিগগির এ সিদ্ধান্তের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

যোগাযোগ করা হলে নাঈমুল ইসলাম খান বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারকে জানান, তাকে এখনো নিয়োগ দেওয়া হয়নি। তবে তাকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১০ মার্চ প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব প্রবীণ সাংবাদিক ইহসানুল করিমের মৃত্যুর পর থেকে পদটি শূন্য ছিল।

Comments