কালিয়াকৈরে গ্রামবাসীর সঙ্গে বনকর্মীদের সংঘর্ষ, আহত ১৩
গাজীপুরের কালিয়াকৈরে বনের জমি উদ্ধার করতে গেলে গ্রামবাসীর সঙ্গে বন বিভাগের কর্মীদের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈরের চন্দ্রা বিট অফিসের আওতাধীন কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা গ্রামবাসীরা হলেন—দিলীপ চন্দ্র বিশ্বাস (৪৫), কল্পনা রানী (৪৫), দীপ্তি রানী (২২), রাম চন্দ্র বর্মন (৪৮), সুবা রানী (৪৫), বাতাসি রানী (৫৫), মনির হোসেন (৩৫) ও আবু বক্কর সিদ্দিক (৩৮)। তারা কালামপুরের বাসিন্দা।
বন বিভাগের আহত কর্মীরা হলেন—বিট অফিসার মো. আব্দুল মান্নান, গার্ড মো. জহিরুল ইসলাম, মো. তোফাজ্জল হোসেন, জামাল হোসেন, মো. আল মামুন হোসেন, মো. আলাউদ্দিন ও মো. আলী হোসেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) আবুল কালাম বলেন, 'আমি ঘটনাস্থলে আছি। এখানে দুপক্ষই মারামারি করেছে। বিস্তারিত পরে জানা যাবে।'
কালিয়াকৈর রেঞ্জের মনিরুল করীম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কালামপুর মৌজার খাজারটেক এলাকায় চন্দ্রা বিট এলাকার সংরক্ষিত বনভূমিতে কালামপুর টু খাজারটেক রাস্তার উন্নয়ন কাজ চলছে। এই রাস্তার পাশে স্থানীয় ২০-২৫ জন এলাকাবাসী সিমেন্টের খুঁটি ও টিন দিয়ে বনের জায়গায় দোকান নির্মাণ করছিল। বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের কাজে বাধা দিলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।'
চন্দ্রা বিট অফিসার আব্দুল মান্নান জানান, 'স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেমের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়েছে।'
অভিযোগ সম্পর্কে জানতে আবুল কাশেমকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. লুৎফর রহমান বলেন, 'মারামারির ঘটনায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় জন চিকিৎসা নিতে এসেছেন।'
Comments