১৫ ঘণ্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু
সৈয়দপুর বিমানবন্দরে নাইট ল্যান্ডিং সিস্টেমে ত্রুটির কারণে গতরাতে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকার ১৫ ঘণ্টা পর আজ সোমবার সকাল থেকে আবারও চালু হয়েছে।
বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ দ্য ডেইলি স্টারকে জানান, রাতে বিমানবন্দরে আলো না থাকায় গতকাল সন্ধ্যা ৭টা থেকে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি জানান, আজ সকাল ১০টা থেকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা করছে।
'নিয়মিত ফ্লাইট অপারেশন দিনের বেলায় চলছে, তবে রাতে কী হবে তা অনিশ্চিত কারণ নাইট ল্যান্ডিং সিস্টেমের ত্রুটির কারণ এখনও জানা যায়নি,' বলেন তিনি।
সমস্যা চিহ্নিত করে সমাধানে সহায়তা করতে ঢাকা থেকে একটি বিশেষ টিম সৈয়দপুরে আসছে বলেও জানান তিনি।
বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, ফ্লাইট বন্ধের কারণে গতকাল বিমানবন্দরে দুই শতাধিক যাত্রী আটকা পড়েন।
বিমানবন্দরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিমানবন্দরের উন্নয়ন কাজ পুরোদমে চলছে। রানওয়ের বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে, যার কারণে বিদ্যুৎ বিঘ্নিত হতে পারে।
Comments