দেরির অভিযোগ তুলে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, আহত ২

হামলায় ক্ষতিগ্রস্ত ফায়ার সার্ভিসের পানিবাহী ট্রাক। ছবি: স্টার

দিনাজপুরের কাহারোল উপজেলায় পেট্রোল পাম্পে আগুন নেভাতে যেতে দেরি হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

হামলায় ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হয়েছেন এবং পানিবাহী একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কাহারোল ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের ইনচার্জ আব্দুল খালেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাহারোলে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের দশমাইল এলাকায় আরিফ ফিলিং স্টেশনে আগুন লাগে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ২০ মিনিট পর খবর পেয়ে ১১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৮টা ৪০ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান। 

কিন্তু, ফায়ার সার্ভিসের পৌঁছাতে দেরি হয়েছে অভিযোগ তুলে ২৫-৩০ জনের একটি দল লোহার অ্যাঙ্গেল ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এতে পানি বহনকারী ট্রাকের উইন্ডশিল্ড ও গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। হামলায় ইনস্পেক্টর রেজাউল করিম ও চালক মোতালেব হোসেন গুরুতর আহত হন। 

তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ফিলিং স্টেশনে লরি থেকে রিজার্ভ ট্যাংকে পেট্রোল নামানোর সময় আগুন লাগলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

আগুন ছড়িয়ে পড়ায় আরও ২টি ট্রাক আগুন লেগে পুড়ে যায়। 

পরে কাহারোল, দিনাজপুর ও বীরগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট যৌথভাবে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক কাহারোলের এক ফায়ারম্যান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মহাসড়কে তীব্র যানজট ছিল। তবুও আমরা যথাসময়ে সেখানে পৌঁছাই।'

জানতে চাইলে কাহারোলের ইউএনও আমিনুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'লরি থেকে পেট্রোল নামানোর সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ারম্যানদের ওপর হামলার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
Supply chain disruptions thwart inflation fight

Supply chain disruptions thwart inflation fight

To stabilise prices, the government should focus on improving storage and distribution networks for key commodities

11h ago