বৃষ্টির আশায় পাবনা ও জয়পুরহাটে বিশেষ নামাজ-মোনাজাত

পাবনায় বিশেষ নামাজ ও মোনাজাত। ছবি: স্টার

বৃষ্টির আশায় পাবনা ও জয়পুরহাটে আজ বুধবার বিশেষ নামাজ আদায় ও মোনাজাত করা হয়েছে।

চলমান তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে পাবনা জেলা শহরের টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্টের ক্যাম্পাসে আজ সকালে নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পাবনা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও মসজিদে আত তাকওয়ার পেশ ইমাম মাওলানা আব্দুস শাকুর। মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিশেষ এ প্রার্থনায় অংশ নেন। 

এদিকে প্রচণ্ড গরম থেকে মুক্তি পেতে জয়পুরহাটের কালাই উপজেলার বাসিন্দারা বৃষ্টির আশায় বিশেষ নামাজ আদায় ও মোনাজাত করেছেন।

আজ সকালে কালাই উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে এই নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কালাই জামে মসজিদ কমপ্লেক্স ও কামিল মাদ্রাসার আরবি বিভাগের খতিব ও শিক্ষক মাওলানা সেলিম রেজা নামাজ পরিচালনা করেন।

 

Comments

The Daily Star  | English

Interim govt failing to maintain neutrality on some issues: Fakhrul

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today urged the interim government to perform its duties impartially, alleging it of failing to maintain neutrality on some issues

1h ago