তথ্য প্রদানে অসহযোগিতা, ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

সাদিয়া উম্মুল বানিন। ছবি: সংগৃহীত

সাংবাদিককে তথ্য প্রদানে অসহযোগিতা করায় শেরপুরের নকলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তথ্য কমিশন।

আজ মঙ্গলবার তথ্য কমিশন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, তথ্য অধিকার আইন অনুযায়ী চাওয়া তথ্য প্রদানে অসহযোগিতা করেছেন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিন। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তথ্য কমিশন বাংলাদেশ।

তথ্য কমিশন বলেছে, 'দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় গত ৭ মার্চ প্রথম পৃষ্ঠার প্রথম কলামে 'তথ্য চেয়ে আবেদন করে দেশ রূপান্তর সাংবাদিক জেলে' শিরোনামে প্রকাশিত সংবাদটি তথ্য কমিশন পর্যালোচনা করে স্বপ্রণোদিত অনুসন্ধান করে। শুনানিতে নকলার ইউএনওর বক্তব্য শুনেছে কমিশন। তথ্য প্রদানে অসহযোগিতা এবং তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করায় ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য কমিশন জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।'

প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি নিয়ে এই আদেশ দেন।

 

Comments

The Daily Star  | English

Gopalganj curfew to remain in effect until 6am tomorrow

The announcement was made today by Gopalganj Deputy Commissioner (DC) Muhammad Kamruzzaman

1h ago