সাংবাদিককে জেলে পাঠানো সেই ইউএনওকে তথ্য কমিশনে তলব

সাদিয়া উম্মুল বানিন। ছবি: সংগৃহীত

তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চাওয়া সাংবাদিককে অসহযোগিতা করার অভিযোগে বিষয়ে ব্যাখ্যা দিতে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনকে তলব করেছে তথ্য কমিশন।

আগামী ২ এপ্রিল ইউএনওকে কমিশনে হাজির হতে হবে বলে তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

কমিশনের সদস্য ও সাবেক জেলা জজ শহিদুল আলম ঝিনুকের অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

গত ৫ মার্চ ইউএনও কার্যালয়ে তথ্য চাওয়ার সময় 'অসদাচরণের' দায়ে সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দৈনিক দেশ রূপান্তরের নকলা প্রতিনিধি শফিউজ্জামান রানাকে (৪৫) ছয় মাসের কারাদণ্ড দেন।

এই ঘটনার আট দিন পর বিভিন্ন সাংবাদিক সংগঠনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

তথ্য কমিশনের এক কর্মকর্তা বলেন, ভ্রাম্যমাণ আদালত প্রক্রিয়ায় আমাদের কোনো এখতিয়ার নেই। তাই আমরা ইউএনওকে তলব করেছি, এসিল্যান্ডকে নয়। কারণ এসিল্যান্ড তথ্য দেওয়ার প্রক্রিয়ার অংশ নন।

Comments

The Daily Star  | English

Push-ins from India cross 1,000

Bangladesh alleges human rights violations

36m ago