আগামী বাজেটে মুক্তিযোদ্ধাদের জন্য ভালো কিছু চাইব: মোজাম্মেল হক

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, এ মাসের মধ্যেই ভাতা, ঈদ বোনাস এবং পহেলা বৈশাখের ভাতা পেয়ে যাবেন মুক্তিযোদ্ধারা।

আজ শনিবার চট্টগ্রামের কাট্টলী এলাকায় চট্টগ্রাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণস্থলে অস্থায়ী স্মৃতিসৌধ উদ্ভোধন উপলক্ষে আয়োজিত এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, 'মুক্তিযোদ্ধারা যাতে ভালোভাবে চলতে পারেন তাই এ মাসের মধ্যেই আগামী মাসের ভাতা, আসন্ন ঈদের বোনাস এবং আসছে পহেলা বৈশাখের ভাতা দিয়ে দেওয়া হবে। এ ছাড়া আসছে বাজেটে আপনাদের জন্য আরও ভালো কিছু করা যায় কি না তা দেখব। এক সময় সুযোগ ছিল না, এখন আছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত হয়েছে।'

তিনি আরও বলেন, 'জাতির জনক শেখ মুজিবকে হত্যার পর জিয়া, এরশাদ ও খালেদা জিয়া মিলে ২৯ বছর দেশ পরিচালনা করেছেন। কী উন্নতি হয়েছে তা সবাই জানে। অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বে ২০ বছর রাষ্ট্র ক্ষমতায় দেশে কী হয়েছে দেখুন আপনারা। এরা দেশের স্বাধীনতা মুখে মানলেও অন্তরে ধারণ করেনি।'

চট্টগ্রামকে আন্দোলনের সূতিকাগার উল্লেখ করে তিনি বলেন, 'এই চট্টগ্রামে স্বাধীনতার অনেক ইতিহাস, ঐতিহ্য রয়েছে। এটি স্বাধীনতার অন্যতম সূতিকাগার। এখানে পাকিস্তানি পরাশক্তি অস্ত্র নিয়ে এসেছিল কিন্তু খালাসে ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুর অনেক স্মৃতি আছে এই চট্টগ্রামে। এই বীর চট্টলায় স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে যা করার তাই করব।'

অনুষ্ঠানে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দীন বাচ্চু, চট্টগ্রাম- ৪ আসনের সংসদ সদস্য এস এম আল মামুন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব ইসরাত চৌধুরী, চট্টগ্রাম পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, মোজাফ্ফর আহমদ কমান্ডার মহানগর ইউনিট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদসহ অনেকে বক্তব্য দেন।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

32m ago