সাগর-রুনি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক সংগঠনের সমাবেশ। ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। 

তারা বলেছেন, অদৃশ্য শক্তির ইশারায় সাগর-রুনি হত্যার বিচার হচ্ছে না।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে রুহুল আমিন গাজী বলেন, 'একটি ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের আইনমন্ত্রী বলেছেন ৫০ বছর লাগলেও তদন্ত চলবে। এটা শুধুমাত্র উপহাস। সরকার সাগর-রুনি হত্যার বিচার করতে চায় না। এটা আইনমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত। যদি এই হত্যার বিচার না হয় তবে সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ হবে না।'

আইনমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, 'আপনি কত বছর আইনমন্ত্রী থাকবেন? তবে এই বাংলার মাটিতে সব সাংবাদিক হত্যার বিচার হবে।' 

সাগর-রুনির সন্তান মেঘের উদ্দেশে এই শীর্ষ সাংবাদিক নেতা বলেন, 'তোমার বাবা-মায়ের হত্যার বিচার এই বাংলার মাটিতে হবেই। এ সরকারের আমলে না হোক, অন্য সরকার এই হত্যার বিচার করবে। বিচার হতেই হবে। এ দেশের সাংবাদিক সমাজ সব সাংবদিক হত্যার বিচার নিশ্চিত করেই রাজপথ ছাড়বে।'

বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, 'বিদ্যুৎ সেক্টরের নানা অনিয়মের তথ্য-উপাত্তসহ সাগর-রুনি অনেক রিপোর্ট করেছিলেন। যখন বিদ্যুৎ সেক্টর দুর্নীতিবাজদের আখড়া হয়ে গেল, তখন তাদের হত্যা করা হলো। তাদের হত্যার পর তাদের ল্যাপটপ চুরি করা হলো। যে ল্যাপটপে বিদ্যুৎ সেক্টরের অনেক তথ্য ছিল।'

'সাগর-রুনিকে হত্যার পর এই সেক্টর দুর্নীতিবাজ ও লুটেরাদের দখলে চলে গেল। এখন কেউ এই সেক্টরের নিউজ করে না,' বলেন তিনি।
 
এক যুগেও খুনি ধরা না পড়ায় চরম হতাশা প্রকাশ করে এই সাংবাদিক নেতা বলেন, 'এতে বুঝতে কারো অসুবিধে হচ্ছে না যে এর পেছনে ক্ষমতাধররা রয়েছেন।'

অবিলম্বে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে তিনি বলেন, 'এক যুগ আগে নৃশংসভাবে সাগর-রুনি খুন হয়ে গেলেন। অথচ, খুনের প্রকৃত কারণ বের করা গেল না, সেটি অগ্রহণযোগ্য। র‍্যাব পারছে না, এটা আমি বিশ্বাস করতে চাই না। অদৃশ্য শক্তির ইশারায় তারা তদন্ত প্রতিবেদন দিচ্ছে না।'

'খুনিদের শনাক্ত না করা গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে এটাই স্বাভাবিক। ১২ বছরেও যদি তদন্ত প্রতিবেদন দিতে না পারে, তবে এই এলিট ফোর্স রেখে কি লাভ? রাষ্ট্রের কোন স্পর্শকাতর ব্যক্তি এই হত্যার সঙ্গে জড়িত তা জনগণ জানতে চায়,' প্রশ্ন করেন তিনি।

সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, 'সাগর-রুনি হত্যার এক যুগ পরেও আমাদের রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইতে হচ্ছে। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু গত ১৫ বছরে ৬০ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে। কোনো হত্যার বিচার হয়নি।'

তিনি বলেন, 'আইনমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে তারা এই বিচার করতে অনিচ্ছুক। তাই আমরা এই সরকারের কাছে বিচার চাই না। আপনাদের পতন হবে। সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার হবে।'

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের পর সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দেড় দশক হয়ে গেছে বিচার পাওয়া যায়নি। সাগর-রুনি হত্যাকাণ্ডের পর সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছিল। কিন্তু এক অদৃশ্য শক্তির ইশারায় একটি অংশ এই আন্দোলন থেকে ছিটকে পড়ে।'

তিনি বলেন, 'কোনো শুনানি ছাড়া তড়িঘড়ি করে ১৫ দিনের মধ্যে জাতীয় নেতাদের অন্যায়ভাবে ১০-২০ বছর সাজা দেওয়া হয়েছে। তাহলে দেড় দশকেও সাগর-রুনির হত্যার বিচার হচ্ছে না কেন? যদি সাগর-রুনির হত্যার বিচার হতো তাহলে গত ১৫ বছরে ৬০ জন সাংবাদিক হত্যার শিকার হতেন না।'

জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, 'আজ পর্যন্ত সাংবাদিক সমাজ সাগর-রুনি হত্যার মোটিভটি পর্যন্ত জানতে পারেনি। এই হত্যাকাণ্ডের পর আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম। কিন্তু সরকারের চক্রান্তে একটা অংশ এই বিচারের দাবিতে সোচ্চার না। ফলে এরা অনেকে লাভবানও হয়েছেন।' 

তিনি বলেন, 'এর মধ্যেই আইনমন্ত্রী উপহাস করে বলেছেন, প্রয়োজনে ৫০ বছর তদন্ত চলবে। তার এই বক্তব্যে স্পষ্ট, এই অবৈধ সরকারের আমলে এই হত্যার বিচার হবে না। তাই আমরা চলমান গণতান্ত্রিক আন্দোলন সফলের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে এর বিচার করব।'

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও ডিইউজের সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন-বিএফইউজের সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল, ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হক, যুগ্ম-সম্পাদক দিদারুল আলম দিদার, বিএফইউজের প্রচার সম্পাদক শাহজাহান সাজু, মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী প্রমুখ।

Comments

The Daily Star  | English
Bangladesh vs Vietnam RMG exports

Can Bangladesh fend off Vietnam in RMG race?

Bangladesh's limited trade diplomacy, coupled with its slower shift towards value-added production, could allow Vietnam to surpass it in global rankings

10h ago