বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

কাল সকালে আখেরি মোনাজাত, পরিচালনায় সাদ কান্ধলভীর ছেলে

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে টঙ্গীর তুরাগ তীরে উপস্থিত হয়েছেন মুসল্লিরা। ছবি: স্টার

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আগামীকাল রোববার শেষ হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দোয়া পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম দ্য ডেইলি স্টারকে জানান, আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হবে।

তিনি বলেন, 'আজ শনিবার ফজরের নামাজের পর বয়ানে ছিলেন মাওলানা সাঈদ বিন সাদ (ভারত), বাংলা তরজমায় ছিলেন মুফতি ওসামা ইসলাম। সকাল সাড়ে ১০টায় তালিমে হালকা মোয়াল্লেমেরদের সঙ্গে কথা বলেছেন মাওলানা আব্দুল আজিম (ভারত)। যোহরের পর বয়ানে ছিলেন মাওলানা শরিফ (ভারত)। বাংলা তরজমায় ছিলেন মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পর বয়ান করবেন মাওলানা ওসমান (পাকিস্তান)। বাংলা তরজমা করবেন মাওলানা আজিম উদ্দিন। বয়ানের পর যৌতুকবিহীন বিবাহ সম্পন্ন হবে। মাগরিবের পর বয়ান করবেন মুফতি ইয়াকুব (ভারত)। বাংলা তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।'

মোহাম্মদ সায়েম জানান, রোববার ফজরের পর বয়ানে থাকবেন মুফতি মাকসুদ (ভারত)। বাংলা তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পর হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত), বাংলা তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।

তিনি বলেন, 'আজ ইজতেমা মাঠে আরও একজন মারা গেছেন। এ পর্যন্ত মোট ৬ জনের মৃত্যু হয়েছে।'

আজ সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান ঢাকা জেলার বংশাল থানার বাবুবাজার এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মুনতাজ উদ্দিন।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধলভী যোগ দেবেন কি না? জানতে চাইলে সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, 'এ বিষয়ে ধর্মমন্ত্রী বলতে পারবেন। আমি এ ব্যাপারে কিছুই বলতে চাই না।'

আজ সকালে ইজতেমা মাঠের আশপাশের সড়কগুলো ধরে খণ্ড খণ্ডভাবে মুসল্লিদের প্রবেশ করতে দেখা গেছে।

গতকাল ইজতেমা মাঠে ৫৬ দেশের ৬ হাজার মেহমানসহ লাখো মুসল্লি জুমার নামাজ আদায় করেন।

ইজতেমায় আসা আব্দুল খালেক বলেন, 'দ্বিতীয় পর্বে ইজতেমায় এসেছি আল্লাহর নৈকট্য লাভের আশায়। দুপুরের খাবার খেয়ে এখন বিশ্রাম নিচ্ছি।'   

বিশ্ব ইজতেমায় ৫৬ দেশের বেদেশি মেহমান রয়েছেন ৬ হাজার ২৪৯ জন। আরবি ভাষাভাষীর ৪২৫ জন, ইংরেজি ভাষাভাষীর ২ হাজার ১২৪ জন, উর্দু ভাষাভাষীর ১ হাজার ৬৩০ জন এবং অন্যান্য ভাষাভাষীর ২ হাজার ৭০ জন। 

আখেরি মোনাজাতের জন্য আগামীকাল টঙ্গী ও এর আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ অফিস ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

'State intelligence agency' is attempting to form political party, Rizvi alleges

Doubts are growing as to whether there are subtle efforts within the government to weaken and break the BNP, he also said

57m ago