মিয়ানমার থেকে গুলি এসে পড়ছে হোয়াইক্যং সীমান্তের ঘর-বাড়িতে

মিয়ানমার থেকে গুলি এসে পড়ছে হোয়াইক্যং সীমান্তের ঘর-বাড়িতে
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) উত্তরপাড়া | ছবি: মোকাম্মেল শুভ/স্টার

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়ছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকাগুলোতে।

আজ শনিবার সকালে এই এলাকার মানুষের ঘুম ভেঙেছে গুলি ও মর্টার শেলের শব্দে।

এদিন ভোর থেকে গোলাগুলি শুরু হয়। সকাল সোয়া ১১টার পর্যন্ত হোয়াইক্যং সীমান্ত এলাকায় থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলি হোয়াইক্যং সীমান্তবর্তী ঘর-বাড়িতে এসে পড়ছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা তিনজন ফজরের নামাজের পরে কোণারপাড়া দিয়ে হাঁটছিলাম। সে সময় সীমান্তের ওপারে শত শত রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছি।'

তিনি বলেন, 'একটি গুলি ঠিক আমাদের পাশে এসে পড়ে। গুলিটি আমরা বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) হস্তান্তর করেছি।

'উত্তরপাড়ার বেশ কয়েকটি বাড়িতে গুলি এসে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি,' বলেন মোস্তফা।

Comments

The Daily Star  | English

Vandalism, arson spread

Houses of Awami League leaders were attacked and torched, and murals and busts of Bangabandhu Sheikh Mujibur Rahman were demolished and defaced in nearly two dozen districts yesterday.

6h ago