ঝিনাইদহ-১: আব্দুল হাইয়ের সংসদ সদস্য পদ ২ মাসের জন্য স্থগিত
ভোটে বিভিন্ন অনিয়মের অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের নৌকার প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে প্রকাশিত ইসির গেজেট দুই মাসের স্থগিত করেছেন হাইকোর্ট।
গেজেটে আব্দুল হাইকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের ইলেকশন পিটিশনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
নজরুল ইসলাম দুলালের আইনজীবী মো. মজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'একইসঙ্গে আদালত ইসিসহ আব্দুল হাইয়ের বিরুদ্ধে সমন জারি করেছেন।'
তিনি জানান, হাইকোর্টের আদেশের ফলে আব্দুল হাই সংসদ সদস্য হিসেবে কাজ করতে পারবেন না।
আইনজীবী মো. মজিবুর রহমান আরও বলেন, 'তার মক্কেল ইলেকশন পিটিশনে নির্বাচনী কর্মকর্তাদের ব্যালট কারচুপিসহ বিভিন্ন অনিয়মের নথিপত্র জমা দিয়েছেন।'
ভোটের কয়েকদিন আগে নির্বাচন কর্মকর্তারা স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের বিরুদ্ধে পাঁচটি ফৌজদারি মামলা করেন বলেও জানান তিনি।
ঝিনাইদহ-১ আসনের নির্বাচনে আব্দুল হাই পেয়েছেন ৯৪ হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম দুলাল পান ৮০ হাজার ৫৪৭ ভোট।
Comments