এনআইডি ইসির অধীনে রাখার দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ইসির অধীনে এনআইডি রাখার দাবিতে আজ কর্মকর্তা-কর্মচারীরা দুই ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করছেন। ছবি: স্টার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

ইসি সচিবালয় ও সারাদেশে নির্বাচনী অফিসের বাইরে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা মানববন্ধন চলবে।

নির্বাচন ভবনের সামনে এই কর্মসূচি পালন করছেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন ও আইডিইএ-২ প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদসহ ইসির কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে।

আগামী ১৮ মার্চের মধ্যে বিদ্যমান আইন বাতিল করে এনআইডিকে নির্বাচন কমিশনের কাছে নাস্ত করতে দৃশ্যমান পদক্ষেপ না দেখলে আগামী বুধবার সারাদেশে কর্মবিরতি পালন করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, আমরা ১১টা থেকে অবস্থান কর্মসূচি করছি এবং সবাই তা পালন করছে। ভোটারের সব ব্যক্তিগত তথ্যের হেফাজতকারী নির্বাচন কমিশন। আমাদের দাবি এনআইডি নির্বাচন কমিশনেই থাকবে।

তিনি বলেন, আগামী মঙ্গলবার পর্যন্ত পর্যন্ত সময় দিচ্ছি এর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ না হলে ১৯ মার্চ সারা দেশে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে।

মানববন্ধনে- 'এক দুই তিন চার, এনআইডির পিছু ছাড়,' 'দাবি মোদের একটাই ইসির অধীনে এনআইডি চাই,' 'ভোট চুরির ধান্ধা বন্ধ কর, এনআইডির পিছু ছাড়,' 'এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার; ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

গতকাল বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আপাতত জাতীয় পরিচপত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে থাকলেও ভবিষ্যতে তা স্বাধীন সংস্থার অধীনে যেতে হবে।

গতকাল দুপুরে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 'স্ট্যান্ড ফর এনআইডি' কর্মসূচি ঘোষণা দেয়। আজ দুপুর থেকে ১টা পর্যন্ত এনআইডির সব কর্মকর্তা-কর্মচারীরা সারা দেশে নিজ অফিসের সামনে মানববন্ধন করার সিদ্ধান্ত জানায়।

আজ সকাল ৯টা থেকে বারোটা পর্যন্ত অপারেশনাল হল্ট কর্মসূচির সময় কর্মবিরতি থাকায় এনআইডি সেবা বন্ধ থাকবে বলেও জানানো হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

41m ago