দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী নুরুল হুদা লিটন। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী।

আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি ব্যবসায়ী নুরুল হুদা লিটন (৩৪) ফেনীর দাগনভূঁঞা উপজেলার জগতপুর গ্রামের এবাদুল হকের ছেলে।

লিটনের ছোট ভাই দক্ষিণ আফ্রিকা প্রবাসী নুরুল আলম মিঠুনের বরাত দিয়ে পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

লিটনের চাচাতো ভাই মনির হোসেন সবুজ জানান, ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন লিটন। এর মধ্যে দুবার দেশে এসেছেন। ছোট ভাই মিঠুনকেও দক্ষিণ আফ্রিকা নিয়ে গেছেন তিনি। দেশটিতে তার দুটি দোকান রয়েছে, যার একটি নিজে ও অপরটি ছোট ভাই মিঠুন দেখাশোনা করতেন।

পরিবার থেকে জানা যায়, আগামী ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা ছিল লিটনের। তার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। বাড়িতে নতুন ভবনও করেছেন সম্প্রতি। দেশে ফিরে নতুন ভবনেই ওঠার পরিকল্পনা ছিল তার।

মনির জানান, দক্ষিণ আফ্রিকার জোহান্সবাগ হিলব্রু এলাকায় ব্যবসা করতেন লিটন। আজ সকাল ৯টার দিকে নিজ দোকানের সামনের সড়কে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর লিটন মারা যান।

দাগনভূঁঞা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন বলেন, 'সন্ত্রাসীদের গুলিতে লিটন নিহত হওয়ার খবর জানার পর তার বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে। তার বৃদ্ধ বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।'

তিনি জানান, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত লিটনের স্বজনদের সঙ্গে কথা হয়েছে, তার মরদেহ দেশে আনার জন্য প্রস্তুতি চলছে।

Comments

The Daily Star  | English

Fire at secretariat: Documents of 5 ministries, divisions burned

Documents of at least five ministries and divisions have been burned as fires ravaged part of Building-7 of the Secretariat for almost 10 hours.

13h ago