বকেয়া বেতন দাবিতে নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের ৩০ মিনিট সড়ক অবরোধ
নির্ধারিত দিনে বকেয়া বেতন পরিশোধ না করায়, সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার রপ্তানিমুখী একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় র্যাডিকেল ডিজাইন লিমিটেডের শ্রমিকরা সস্তাপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন।
সড়ক অবরোধের ৩০ মিনিটের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
শ্রমিকরা জানায়, জানুয়ারি মাস শেষ হতে চললেও, গত ডিসেম্বরের বেতন এখনো পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বেতন পরিশোধের কথা থাকলেও, বিকেলে বেতন দেওয়া হবে না জানিয়ে নোটিশ দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
জানতে চাইলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম ডেইলি স্টারকে বলেন, 'বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা লিংক রোড অবরোধ করে। প্রায় ১৫-২০ মিনিট শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে যানজট সৃষ্টি হয়।'
তিনি জানান, পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে শ্রমিকদের আশ্বাস দেয়। এরপর রাস্তা থেকে সরে যায় শ্রমিকরা।
Comments