বাংলাদেশের গণতন্ত্র বজায় রাখতে ভারত পাশে থাকে: পররাষ্ট্রমন্ত্রী

হাছান মাহমুদ
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, '২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের সময় বিতর্ক সৃষ্টির প্রচেষ্টা সত্ত্বেও, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারতের সমর্থন ছিল অবিচল।'

আজ সোমবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী হাছান মাহমুদ বলেন, 'এ বছরের নির্বাচনেও ভারতের অবস্থান আপনারা সবাই জানেন।'

'ভারতসহ অনেক বিদেশি পর্যবেক্ষক আছেন বলেছেন যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর ছিল,' যোগ করেন তিনি।

হাছান মাহমুদ জানান, প্রথম দ্বিপাক্ষিক সফরে শিগগির তিনি ভারতে যাচ্ছেন। তবে সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে তিনি ভারত যাচ্ছেন বলে জানান।

এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে আরও এগিয়ে যাবে।

তিনি বলেন, 'শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ সমাজ গঠনে দুই দেশ একসঙ্গে কাজ করে যাবে। দুই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সহযোগিতার আরও ক্ষেত্র খোঁজা হবে।'

Comments

The Daily Star  | English

Bangladesh’s population hits 175.7 million, majority of working age

Bangladesh's population has reached 175.7 million, two thirds of which, around 115 million, are of working age, between 15 to 64..The estimation was made by the United Nations Population Fund's (UNFPA) annual flagship publication, the State of World Population (SWOP) 2025..UNFPA Repr

38m ago