দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ৩০ জানুয়ারি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয় থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হবে বিকেল ৩টায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ জানুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্য সেদিন শপথ নেন ১০ জানুয়ারি। নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করান বর্তমান স্পিকার শিরীন শারমীন চৌধুরী। শপথ নেওয়ার ৩০ দিনের মধ্যে অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
Comments