নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

আগামীকাল বৃহস্পতিবার সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কয়েকজন নির্বাচিত সংসদ সদস্যকে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

তাদের মধ্যে রয়েছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এ ছাড়া, নেত্রকোণা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এবং খাগড়াছড়ি থেকে নির্বাচিত কুজেন্দ্র লাল ত্রিপুরাকেও আগামীকাল শপথ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

দ্য ডেইলি স্টারকে কুজেন্দ্র লাল ত্রিপুরা ও আসাদুজ্জামান খান কামাল বলেন, 'আমাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হয়েছে।'

কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, 'সেটা এখনো জানানো হয়নি।'

 

Comments