নির্বাচনে অনিয়ম: পূর্ণাঙ্গ তদন্ত চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর। ছবি: রয়টার্স
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর। ছবি: রয়টার্স

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগগুলোর সময়োচিত ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ প্রতিনিধি জোসেপ বোরেল মঙ্গলবার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন।

নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় হতাশা প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।

এতে আরও বলা হয়েছে, 'গত ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনের ফলাফল লক্ষ করেছে ইইউ এবং ইইউ-বাংলাদেশের দীর্ঘ মেয়াদি অংশীদারত্ব; গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে প্রতিষ্ঠিত, তা অপরিবর্তনীয় থাকবে।'

নির্বাচনকালে সংঘটিত সহিংসতার নিন্দা জানিয়ে ইইউ নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে।

'এই সময়ে ও পরবর্তী সময়ে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধা রাখাও গুরুত্বপূর্ণ। বিরোধী নেতাকর্মীদের আটক অত্যন্ত উদ্বেগজনক,' বলা হয় বিবৃতিতে।

ইইউ রাজনৈতিক বহুত্ববাদ, গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শান্তিপূর্ণ সংলাপে বসার জন্য সব অংশীজনকে জোরালভাবে উত্সাহিত করেছে।

বিবৃতিতে বলা হয়, 'গণমাধ্যম, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের সেন্সরশিপ বা প্রতিশোধের ভয় ছাড়াই কাজ চালিয়ে যেতে পারার পরিবেশ থাকা অপরিহার্য।'

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

1h ago