ফতুল্লায় সোয়েটার কারখানা লে-অফ, শ্রমিক বিক্ষোভ

কারখানা লে-অফ ঘোষণার প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। ছবি: সংগৃহীত

'অর্ডার কমে যাওয়ায়' নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের একটি রপ্তানিমুখী কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে সোমবার সকালে কারখানাটির কয়েকশ শ্রমিক ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করেছেন।

ক্রোনী গ্রুপের প্রতিষ্ঠান 'ক্রোনী টেক্স সোয়েটার লিমিটেড' নামে কারখানাটির লে-অফ নোটিশে বলা হয়েছে, 'আর্থিক সংকটে আমাদের কোম্পানির বায়ারগণ তাদের অর্ডার কমিয়ে দিয়েছেন। ফলে আমাদের কোম্পানির সোয়েটার বিভাগের কার্যক্রম সাময়িকভাবে পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এমন অবস্থায় কারখানায় অর্ডার না থাকায় ও মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়ার কারণে এবং নতুন কাজের অর্ডার না আসা পর্যন্ত, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১২ মোতাবেক কারখানা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রম আইনের ১২(৮) ধারা মোতাবেক ক্রোনী টেক্স সোয়েটার লিমিটেডের সোয়েটার বিভাগ লে-অফ ঘোষণা করা হলো।'

'সকল শ্রমিককে শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে' বলে উল্লেখ করা হয় নোটিশে।

যদিও কারখানার শ্রমিকরা জানান, বিনা নোটিশে কারখানাটি লে-অফ ঘোষণা করেছে মালিকপক্ষ। এতে কারখানাটির সোয়েটার বিভাগের অন্তত ৮০০ শ্রমিক চাকরি হারিয়েছেন। মালিকপক্ষ ৭ ফেব্রুয়ারির কথা বললেও লে-অফের মেয়াদ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

কারখানাটির শ্রমিকদের একজন বলেন, গত কয়েকমাস ধরে শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছিল মালিকপক্ষ। বুধবার ও বৃহস্পতিবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও সেদিন বেতন দেওয়া হয়নি। রোববার শ্রমিকদের বিক্ষোভের মুখে বেতন দেওয়া হয়।

'আজকে কারখানায় গিয়ে দেখি সামনে লে-অফ নোটিশ ঝোলানো। কিন্তু শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়নি', বলেন এই শ্রমিক।

শ্রমিকদের মিছিলে নেতৃত্ব দেওয়া ইউনাইটে ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্সের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু বলেন, প্রশাসন ও বিকেএমইএ নেতারা তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। সমাধান না পেলে শুক্রবার আবারও বিক্ষোভ করবেন শ্রমিকরা।

যোগাযোগ করা হলে শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা বলেন, 'রোববার কারখানাটি লে-অফ ঘোষণা করে মালিকপক্ষ। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও ব্যবসায়ী নেতারা এটি সমাধানের চেষ্টা করছেন।'

তবে এই ব্যাপারে ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এইচ আসলাম সানির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Comments

The Daily Star  | English

Matarbari project director sold numerous project supplies

Planning Adviser Prof Wahiduddin Mahmud today said the Matarbari project director had sold numerous project supplies before fleeing following the ouster of the Awami League government on August 5.

1y ago